Seosheba.com সাইটের Terms and Conditions
এই সাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ডিজিটাল মার্কেটিং বিষয়ের উপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্যসমূহ প্রচার করার জন্য এটি একটি ব্লগ ওয়েবসাইট। আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন এবং ভবিষ্যতে ইন্টারনেট মার্কেটার হতে চান তাহলে এখানে পাবেন সহজে বোধগম্য হয়, এমন সব ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয় অনেক তথ্য।
আপনি একজন ভিজিটর হয়ে seosheba.com সাইটে প্রবেশের পর ব্যবহার শুরু করলে ধরে নেওয়া হবে যে আপনি এই সাইটের terms and conditions এর সাথে সহমত ব্যক্ত করেছেন।
এজন্য, সাইট টি ব্যবহারের পূর্বে এর যাবতিয় terms and conditions গুলি মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ করা হলো যেগুলো ধারাবাহিকভাবে নিচে উল্লেখ করছি-
- Seosheba.com প্রাইভেসি পলিসির সাথেও আপনাকে একমত হতে হবে।
- এই সাইটের কোন কনটেন্ট বেআইনিভাবে কোথাও ব্যবহার করা যাবে না। যেমন, কপি-পেষ্ট করে অন্য কোথাও চালানো যাবে না।
- Contact form বা অন্য কোন মাধ্যমে আমাদের নিকট যোগাযোগের সময় আপনার ব্যাক্তিগত তথ্যগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে।
- এখানে অন্য কোনা তৃতীয় পক্ষের ওয়েবসাইটের পণ্য বা সেবা সম্পর্কিয় কোন লিংক বা বিজ্ঞাপন থাকতে পারে যা তাদের স্বীকৃত নিয়মের মাধ্যমে পরিচালিত হবে। এজন্য আপনি তৃতীয় পক্ষের কোন সেবা গ্রহন করতে চাইলে তাদের terms and condition এবং privacy policy ভালভাবে পড়ে নিবেন।
- আমরা seosheba.com হতে তথ্য সরবরাহ সংক্রান্ত যে সকল সেবা প্রদান করব তা যে কোন সময়ে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়ার অধিকার রাখি। এ বিষয়ে আপনাদের কারোও কোন বক্তব্য গ্রহণযোগ্য হবে না।
- আমাদের সাইটের ভিজিটর হিসেবে কেউ কোন অনিয়ম করলে তার account যে কোন সময়ে আমরা বাতিল করে দিতে পারি। আপনি নিজে থেকে যদি close করতে চান, তাহলে এখানে প্রবেশ করা থেকে বিরত থাকুন।
- আমরা যে কোন সময় আমাদের এই terms and condition আপডেট বা পরিবর্তন-পরিবর্ধন করতে পারি যা বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক হবে না।
এই শর্তাবলির সাথে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগযোগ করার অনুরোধ করছি। ধন্যবাদ।