Privacy Policy

এই privacy policy বা গোপনিয়তার নীতিমালা অনুযায়ী seosheba.com ব্লগটি পরিচালিত হবে। যার আলোকে এই সাইটে প্রবেশকারি সব ভিজিটর এর তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তার সঠিক ব্যাবস্থাপনা করা হবে।

নিচে এই নীতিমালার বিশেষ বিশেষ কয়েকটি দিক উল্লেখ করছি-

১। ব্যক্তিগত তথ্য

ভিজিটরের ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করার সুযোগ তখনই হবে যখন সে বা তারা আমাদের সাইটে রেজিস্ট্রেশন করবে, পরবর্তি পোষ্টের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবে বা কোন সমীক্ষা কার্যক্রমে অংশ নিবে। এছাড়া, অন্য ভাবেও ইন্টারনেট ব্যাবহারকারীদের তথ্য সংগ্রহ করা হতে পারে যা এখানে উল্লেখ করা হয়নি।

আমাদের সাইট ব্যবহারকারিদের নিকট থেকে তাদের নাম, ই-মেইল এড্রেস বা এর সাথে সংশ্লিষ্ট অন্য কোন তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা যেতে পারে।

তবে, এসব তথ্য প্রদানের বিষয়ে ভিজিটরগন থাকবে পুরোপুরি স্বাধিন। তারা চাইলে দিতেও পারবে আবার অস্বীকারও করতে পারবে।

২। অন্যান্য তথ্য

সাইট ব্যবহারকারিগন যখন সাইটে প্রবেশ করে সক্রিয় থাকবে বা কারোও সাথে ইন্টার এক্ট করবে তখন ব্যক্তিগত তথ্যের বাইরে অন্যান্য সংশ্লিষ্ট তথ্য প্রদানের জন্য অনুরোধ করা যেতে পারে। যেমন তারা কি ব্রাউজার ব্যবহার করছেন, কি ধরণের ধরণের ডিভাইস বা কম্পিউটার, অপারেটিং সিস্টেম এবং অন্যান্য কারিগরি তথ্য।

৩। ওয়েব ব্রাউজার cookies

সাইট ব্যবহারের সময় ভিজিটরের অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য আমরা cookies ব্যবহার করতে পারি। ভিজিটরের ওয়েব ব্রাউজারে এটি থাকতে পারে তথ্য সংরক্ষণের জন্য অথবা তথ্যের গতিবিধি পর্যবেক্ষণের জন্য। তবে, এক্ষেত্রেও থাকবে তাদের স্বাধিনতা। তারা চাইলে তাদের ওয়েব ব্রাউজার থেকে এটিকে নিষ্ক্রিয় করে রাখতে পারবে বা অস্বীকার করতে পারবে।

৪। সংগৃহিত তথ্য যে কাজে ব্যবহৃত হবে

Seosheba.com ভিজিটরের তথ্য সংগ্রহের পর নিম্নলিখিত উদ্দেশ্যে তা ব্যবহার করবে-

  • এই সাইট সম্পর্কে ভিজিটরের user experience বৃদ্ধি করার কাজে;
  • কাস্টোমার সার্ভিস উন্নতি করার ক্ষেত্রে;
  • আমাদের সাইট টিকে আরোও সমৃদ্ধ করার স্বার্থে
  • আমাদের আপডেট সম্পর্কে ইউজারদের নিয়মিত বা সময়ে সময়ে ই-মেইল পাঠানোর কাজে।

৫। যেভাবে ইউজারের তথ্য সুরক্ষা করা হবে

আমরা সঠিক ও স্বীকৃত পদ্ধতি অনুসরণের মাধ্যমে ইউজার এর তথ্য সংগ্রহ করে তা রক্ষণাবেক্ষণ করব। সাথে সাথে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব যাতে সংগৃহীত তথ্যসমূহ কারোর নিকট প্রকাশ না হয়ে যায়। বিশেষ করে ইউজার এর নাম, পাসওয়ার্ড, লেনদেন সম্পর্কীয় তথ্য ইত্যাদির বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

৬। ইউজার এর তথ্য হস্তান্তর প্রসঙ্গে

আমরা ইউজার এর ব্যক্তিগত তথ্য কারোও নিকট বিক্রি করবনা। তবে, আমাদের অংশিদারদের (ব্যবসায়িক পার্টনার, বিশ্বস্ত এফিলিয়েটস, বিজ্ঞাপনের উদ্দেম্যে) সাথে শুধুমাত্র ডেমোগ্র্যাফিক জাতীয় তথ্য সামষ্টিকভাবে শেয়ার করতে পারি।

৭। এই পলিসির পরিবর্তন হবে কিনা

আমাদের seosheba.com এর বর্ণিত প্রাইভেসি পলিসি সময়ে সময়ে হাল নাগাদ বা আপডেট হতে পারে। যখন, তা হবে তখন পেজটির নিচে আমরা সেটি উল্লেখ করব যে এত তারিখে এটি আপডেট করা হয়েছে। আমরা ইউজারদের উৎসাহিত করছি তারা যেন পেজটির নিচের অংশটি ভালোভাবে দেখে নেয়।

৮। শর্তসমূহের উপর ইউজারের স্বীকারোক্তি

আপনি যখন এখানে প্রবেশ করে সাইট টি ব্যবহার করা শুরু করবেন তাহলে এর অর্থ এটিই দাড়াবে যে, আপনি আমাদের গোপনীয় নীতিমালার উল্লেখিত যাবতীয় শর্তাদি মেনে নিয়েছেন।

৯। আমাদের সাথে যোগাযোগ

আমাদের এই প্রাইভেসি পলিসির উপর আপনার যদি কোন মতামত থাকে তাহলে নিচের ইমেইলে অথবা যোগাযোগ পেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।