About

বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান উৎকর্ষতায় আমাদের দৈনন্দিন জীবন ধারায় চলে এসেছে অনেক পরিবর্তন। প্রতিনিয়ত ভার্চুয়াল জগতে ঘটে চলছে নানান ঘটনা। আজকে যা নতুন কালকেই তা হয়ে যাচ্ছে পুরাতন। বিশেষ করে ডিজিটাল দুনিয়ায়।

তাই, আধুনিক জগতের সাথে তালমিলিয়ে অগ্রসর হতে চাইলে নতুন সব আবিষ্কারের সাথে আমাদেরও পরিচিত হতে হবে। যা প্রযুক্তি বিশ্বে এখ সময়ের দাবী।

Seosheba.com তাই চলে এলো ডিজিটাল মার্কেটিং এর উপর নতুন নতুন তথ্য ও কলা কৌশল আপনাদের মাঝে ছড়িয়ে দিতে।

একসময় পুরো মার্কেটিং বিষয়টি অফলাইন কেন্দ্রিক চলত। কারণ, তখন প্রযুক্তি এতটা ব্যাপক ছিল না। যখন থেকে কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির আবির্ভাব হলো বিশেষ করে যখন স্মার্ট ফোন এর সাথে যোগ হয়ে গেল তখন থেকে মার্কেটিং জগতে চলে এলো আমুল পরিবর্তন।

স্মার্ট ফোনের আবির্ভাব তাও অনেক দিন পার হয়ে গেল। তাই এখন তো বলার আর অপেক্ষাই রাখে না। এই ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেট বা অনলাইন মার্কেটিং বর্তমানে যেন আমাদের নিত্য দিনের সঙ্গি হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং এর বিজ্ঞাপন খাতেই এখন হয়ে চলছে বিলিয়ন ডলারের লেনদেন। যার বেশীর ভাগ নিয়ন্ত্রণ গুগল ও ফেসবুকো হাতে। যদিও আপনারা তা জেনে থাকবেন।

তবে, অনলাইন বা ডিজিটাল মার্কেটিং জগতে একজন সফলেউদ্যোক্তা হতে হলে চাই উপযুক্ত জ্ঞান ও দক্ষতা।

এজন্য, এই ফিল্ড এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন টপিকস এর উপর প্রয়োজনীয় তথ্য সমূহ সহজ সরল ও সাবলিল ভাবে বাংলায় উপস্থাপন করাই হচ্ছে seosheba.com এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

যাতে, আপনিও সম্পূর্ণ নতুন অবস্থা থেকে যাত্রা শুরু করতে পারেন একজন সফল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য।

পরিশেষে বলছি, এটি কোনো সংবাদপত্র সাইট নয়। এটি আমার ব্যক্তিগত ব্লগ। এখানে অনলাইন মার্কেটিং বিষয়ক দরকারি তথ্য পাঠকদের মাঝে উপস্থাপন করা হবে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের কোন মতামত বা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ করছি।