কিওয়ার্ড রিসার্স কি এর উপর বিস্তারিত কিছু তথ্য নিয়ে হাজির হলাম অদ্যকার এই পোষ্টে। আপনি যদি ব্লগার হয়ে থাকেন এবং আপনার ব্লগ পোষ্টগুলোকে যদি সহজেই গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের সহজেই র্যাংকিং করাতে চান, তাহলে এই পোষ্টটি আপনার জন্য।
তবে, ব্লগার বাদেও যারা অনলাইন কার্যক্রম – এক কথায় ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত তাদের সবার জন্যই কিওয়ার্ড নিয়ে গবেষণা করা অতীব প্রয়োজন। কেননা এর দ্বারা আপনি আপনার ব্যবসা বা টপিকস এর সাথে সম্পর্কিত উপযুক্ত কিওয়ার্ডটি বাছাই করতে পারবেন।
শুধু তাই নয়, এই গবেষণার মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সের নিকট আপনার পন্য, সেবা বা কনটেন্ট পৌঁছানোর জন্য কোন কিওয়ার্ডটি বাছাই করা যুক্তিসঙ্গত বা ফিজিবল সেটি নির্ণয় করতে পারবেন। তারপর, সেই অনুযায়ী কনটেন্ট রচনা করে অডিয়েন্সের সাথে সফল যোগযোগ স্থাপন করা সম্ভব হবে।
অধিকন্তু, আপনি কিওয়ার্ড রিসার্স নিয়ে কাজ শুরুর পূর্বে নিচের বিষয়গুলি সম্পর্কে অবশ্যই আপনার একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে-
- কিওয়ার্ড বলতে কি বুঝায়?
- কিওয়ার্ড কত প্রকার ও কি কি?
- কিওয়ার্ড এর গুরত্ব কি?
কিওয়ার্ড সম্পর্কে উপরের লিংক এ উল্লেখিত বিষয়সমূহ পড়ে নিতে পারলে কিওয়ার্ড নিয়ে গবেষণার ধারণাটি আপনার নিকট সহজ হবে বলে মনে করছি।
যাহোক, আজকের পোষ্টে কিওয়ার্ড রিসার্স কি বা কাকে বলে এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
চলুন শুরু করি।
কিওয়ার্ড রিসার্স কি?
কিওয়ার্ড সম্পর্কে আপনি পূর্ব থেকেই জেনে থাকবেন যে, এটি হচ্ছে এসইও কাজের মুল ভিত্তি স্বরুপ। আপনি যে বিষয়ের উপর কনটেন্ট রচনা করছেন, তা যদি কেউ সার্চ ইঞ্জনে সার্চ না করে; তাহলে আপনি সার্চ ইঞ্জিন থেকে কোন ট্রাফিক পাবেন না। এটাই বাস্তবতা। যারা আপনার ডোমেইন এর নাম জানে তারাই কেবল সরাসরি আপনার সাইটে প্রবেশ করবে। আপনার সাইট নতুন হলে এর সংখ্যা হবে খুবই কম।
আপনি যত কষ্ট করেই কনটেন্ট তৈরি করুন না কেন সার্চ ইঞ্জিনের জন্য তাতে কিছুই আসে যায় না। এজন্যই, আপনার কনটেন্ট এর জন্য কিওয়ার্ড ব্যবহার করা বা গবেষণা করে কনটেন্ট এর জন্য কিওয়ার্ড বাছাই করা এতটা গুরত্বপূর্ণ।
কিওয়ার্ড রিসার্স কি বা কাকে বলে খুব সহজে যদি বলি – এটি এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সের লোকের যে সকল শব্দ প্রয়োগ করে অনলাইনে সার্চ ইঞ্জিন থেকে তথ্য অনুসন্ধান করে ঐ সকল সার্চ টার্মস খুঁজে বের করা হয় এবং সেগুলো বিশ্লেষণ করা হয়।
এই কাজটি সুনির্দিষ্ট একটি উদ্দেশ্যকে সামনে রেখে মুলত ইন্টারনেট মার্কেটিং যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সার্চ ইঞ্জিন মার্কেটিং এর অংশ হিসাবে করা হয়।
কিওয়ার্ড রিসার্সের মাধ্যমে সুনির্দিষ্ট কোন কিওয়ার্ডকে টার্গেট করা হবে তা আপনি নির্ধারণ করে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন।
এর মাধ্যমে আপনি আরোও জানতে পারবেন, আপনার বাছাই করা কিওয়ার্ডের জনপ্রিয়তা কেমন অর্থাৎ প্রতি মাসে কত সংখ্যক লোক সেটি দিয়ে সার্চ করে বা এর সার্চ ভলিউম কত, এটি দিয়ে সার্চ ইঞ্জিনে র্যাংকি করা কতটা কঠিন এবং আরোও অনেক কিছু।
কিওয়ার্ড রিসার্স কি এর উত্তরে আরেকভাবে বলতে গেলে – এর মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টোমারের মনের চাহিদা বা ভাষা হৃদয়ঙ্গম করতে পারবেন এই অর্থে যে তারা আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট কোন ধরণের পণ্য, সেবা এবং কনটেন্ট তালাশে লিপ্ত রয়েছে। এর পর আপনার কাস্টোমারের চাহিদাগুলিকে বিশ্লষণ পূর্বক তুলনা করা যাবে। এই কাস্টোমার চাহিদাগুলো সমন্বিত করে পরবর্তিতে আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে সেরা কিওয়ার্ডসমূহের একটি তালিকা তৈরি করে সামনে অগ্রসর হতে পারেন।
মনে রাখতে হবে, কিওয়ার্ড এক বা একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। কিওয়ার্ডের প্রকারভেদ নিয়ে অপর এক পোষ্টে আলোচনা করেছি। দেখে আসতে পারেন।
কিওয়ার্ড রিসার্স কি এর উত্তরে এক কথায় যদি বলি তাহলে এমন শুনাবে যে এটি হলো এক ধরণের মার্কেট রিসার্স।
আমারা জানি প্রতিটি কম্পানিই তাদের যাত্রা শুরু করে একটি ধারণা বা এজাম্পশনকে সামনে নিয়ে। তাদের কাস্টোমারের গতি প্রকৃতি এবং অনলাইন বিহেভিয়ার কেমন হবে তার উপর। কম্পানিগুলোর তাদের কাস্টোমার সম্পর্কে এই ধারণা কতটুকু বাস্তব সম্মত তা যাচাই করতে কিওয়ার্ড রিসার্স সহায়ক হিসাবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি কিওয়ার্ড রিসার্সের এই কাজটি বিভিন্ন অনলাইন টুলের সাহায্যে সহজেই করতে পারেন। যেখানে নির্বাচিত কিওয়ার্ড সম্পর্কে নিচের তথ্যগুলি সংগ্রহ করা হয়।
- কিওয়ার্ড সার্চ ভলিউম: আপনার নির্বাচিত কিওয়ার্ড ব্যবহার করে কত সংখ্যক লোক প্রতি মাসে সার্চ করে, সেই সংখ্যাটি জানা যাবে।
- প্রতিযোগীতা বা ডিফিকাল্টিস: আপনি যে কিওয়ার্ড পছন্দ করেছেন, পাবলিশারদের মাঝে তার প্রতিযোগীতা কেমন। অর্থাৎ, ঐ কিওয়ার্ড দিয়ে কোন কনটেন্ট তৈরি করলে সার্চ ইঞ্জিনের সেরা পজিশনে স্থান পাওয়া কতটা প্রতিযোগীতাপূরণ হবে।
- বিডিং কষ্ট: আপনি যদি পিপিসি ক্যামপেইন চালু করেন, তাহলে তার বিডিং কষ্ট কত হবে। বিডিং কষ্ট বলতে বুঝায় আপনার দেওয়া বিজ্ঞাপনে প্রতি ক্লিক বাবদ কত টাকা দিতে হবে, বা সিপিসি রেট কত, তাও জানা যাবে।
কিওয়ার্ড রিসার্সের মাধ্যমে আপনি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কিওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন এবং এরপর ঐ কিওয়ার্ড সম্পর্কে উপরের তথ্য গুলো দেখে নিতে পারবেন। যা আপনার সিদ্ধান্ত গ্রহণে খুব সহায়ক হয়ে থাকবে।
বন্ধুগন, কিওয়ার্ড রিসার্স কি বা কাকে বলে – শীরোনামে বর্ণিত তথ্যসমূহ উপকারি মনে হল কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।
আরোও দেখুন –
- কিওয়ার্ড রিসার্স কেন গুরত্বপূর্ণ।
- কিওয়ার্ড রিসার্স কিভাবে করতে হয়।