কিওয়ার্ড গোল্ডেন রেশিও কিভাবে কাজ করে?

আপনি কি আপনার কনটেন্ট গুগল এর টপ ১০০ টি অবস্থানের মধ্যে জায়গা করা নিয়ে চিন্তিত? এজন্য এসইও কিওয়ার্ড সহ গুগলের অন্যান্য র‌্যাংকিং ফ্যাক্টর নিয়ে কাজ করতে করতে একেবারেই পরিশ্রান্ত?

এত পেরেশান হওয়ার কোন কারণ নেই, এর জন্য যা করতে হবে তা নিয়েই আজকের এই পোষ্ট।

এখানে আমি এর উপর একটি প্রমানিত ও পরিক্ষীত কৌশল নিয়ে আলোচনা করব যাকে বলা হবে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। যেকোন কাজ চাই সেটি যত কঠিনই হোক না কেন, আপনি যদি উপযুক্ত কৌশল শিখে তা প্রয়োগ করতে পারেন তাহলে কাজটি সহজ হয়ে যায়।

এরজন্য, কৌশলী হওয় খুব গুরত্বপূর্ণ।

আজ আমি এই পোষ্টে কিওয়ার্ড গোল্ডেন রেশিও কি, কিভাবে কাজ করে এবং এই ধারণা কাজে লাগিয়ে আপনি কিভাবে সার্চ ইঞ্জিনে আপনার কনটেন্ট খুব দ্রুত র‌্যাংক করাতে পারেন – তা নিয়ে গুরত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব।

কথা না বাড়িয়ে চলুন চলে যাই মুল আলোচনায়।

কিওয়ার্ড গোল্ডেন রেশিও কি?

এটি তৈরি করেছেন Doug Cunnington নামের একজন এসইও গুরু। অনলাইন তথ্য ভান্ডারে তথ্যের ঘাটতি রয়েছে এমন কোন বিষয়ের উপর লং টেইল কিওয়ার্ড এই গোল্ডেন রেশিও এর মাধ্যমে টার্গেট করা হয়।

মনে রাখতে হবে, সাধারণত: যারা নতুন ওয়েবসাইট বা ব্লগ নিয়ে সবেমাত্র যাত্রা শুরু করেছেন, তাদের লিখিত কনটেন্ট গুগলে যাতে র‌্যাংকিং হয় – এই বিষয়টি মাথায় রেখেই এই রেশিও আবির্ভাব হয়েছে।

বিশেষ করে এফিলিয়েট মার্কেটার এর জন্য যারা তাদের এফিলিয়েট প্রোডাক্ট অনলাইনে প্রোমোট করার জন্য কনটেন্ট লিখে যাচ্ছেন এবং এর বিনিময়ে সুনির্দিষ্ট ট্রাফিক তালাশ করছেন, তারা এই কনসেপ্টটি কাজে লাগাতে পারেন।

যেহেতু, নতুনভাবে যাত্রা শুরু করা কোন ওয়েবসাইট বা ব্লগের ডোমেইন অথারিটি বা পেজ অথারিটি থাকেনা বললেই চলে, তাই তারা ঐসব কিওয়ার্ড নিয়ে কাজ করে সফলতা পেতে পারেনা যার সার্চ ভলিউম অনেক এবং সার্চ ভলিউম বেশি হওয়ার কারণে এই কিওয়ার্ডের উপর তৈরিকৃত কনটেন্ট গুগলে র‌্যাংক করানোও যথেষ্ট প্রতিযোগীতাপূর্ণ হয়ে।

কাজেই, আপনি একজন নতুন ব্লগার হয়ে থাকলে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও আপনাকে আপনার লক্ষ্য স্থলে খুব সহজেই পৌঁছে দিতে পারে। অর্থাৎ আপনি একটি কিওয়ার্ড নির্বাচন করে তার উপর কনটেন্ট লিখে আপনার ব্লগে পাবলিশ করলে তা খুব স্বল্প সময়ের ভিতরে গুগলের সেরা ১০০টি অবস্থানের মথ্যে স্থান করতে পারবে।

পরে আস্তে আস্তে তা সেরা ১০ অবস্থানের মধ্যে চলে আসবে।

এবার চলুন দেখি – কিওয়ার্ড গোল্ডেন রেশিও এর ফরমুলাটি কেমন?

কিওয়ার্ড গোল্ডেন রেশিও ফরমুলা

এই ফরমুলা নিম্নরুপ:

KGR = # of “allintitle” sites/monthly search volume; যেখানে সার্চ ভলিউম ২৫০ এর কম হতে হবে।

কিওয়ার্ড গোল্ডেন রেশিও এর সংক্ষিপ্ত রুপ কে জি আর ।

# of “allintitle” এর দ্বারা বুঝায় হচ্ছে একটি সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর গুগল সার্চ রেজাল্ট পেজ এ যত ওয়েব পেজ প্রদর্শিত হবে তার প্রতিটি পেজ টাইটেল –এ ঐ কিওয়ার্ড টি থাকতে হবে। এটি এডভান্সড পর্যায়ের একটি গুগল সার্চ অপারেটর।

একটি উদাহারণের সাহায্যে বিষয়টি দেখানো হলো। ধরুন, আপনার কিওয়ার্ডের নাম “টাইপ ১ ডায়াবেটিস”।

তাহলে, গুগল সার্চ বক্সে আপনি এই কথাগুলো নিম্নোক্তভাবে লিখে সার্চ দিন –

allintitle: টাইপ ১ ডায়াবেটিস

এটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করার পর আপনি যে ফলাফল পাবেন তা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হলো –

 

 

উপরের চিত্রে লক্ষ করে দেখুন সার্চ রেজাল্ট এর প্রতিটি পেজ টাইটেল –এ আপনার সেই বাছাইকৃত কিওয়ার্ড “টাইপ ১ ডায়াবেটিস” কথাটি উল্লেখ আছে।

এবারে, আপনি আপনার নির্বাচিত কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিউম কিভাবে বের করবেন। এর জন্য আপনি উবারসাজেষ্ট এ যেতে পারন। এটি একটি ফ্রি টুল যা দিয়ে আপনি কোন কিওয়ার্ডে মাসিক সার্চ ভলিউম বের করতে পারেন।

আমি টাইপ ১ ডায়াবেটিস এর মাসিক সার্চ ভলিউম কত তা উবারসাজেস্ট এর মাধ্যমে বের করে নিচে চিত্রের সাহায্যে উপস্থাপন করলাম –

 

আশা করি, উপরের আলোচনা থেকে এই ফর্মুলার বিষয় দু’টি বুঝতে পেরেছেন।

 

Leave a Comment