কিওয়ার্ড কেন গুরত্বপূর্ণ

কিওয়ার্ড কেন গুরত্বপূর্ণ বিষয়টি  সম্পর্কে আমাদের পরিস্কার ধারণা থাকতে হবে। কারণ, কিইওয়ার্ড হচ্ছে এসইও কাজের সর্বপ্রথম ও  মুল ভিত্তি।

আপনার এটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হলে, আপনার ওয়বসাইট বা ব্লগের কনটেন্ট অরগানিকভাবে গুগলে র‌্যাংক হবে। যদি তা সময় সাপেক্ষ বিষয়। আর যখন আপনার কনটেন্ট র‌্যাংক হতে থাকবে তখন ভিজিটর আসা শুরু হবে।

কারণ, কোন কিছু লিখে গুগলে সার্চ দিলে, গুগল সার্চ ফলাফলের প্রথম পেজ এর প্রথম কয়েকটি সাইটে সবচেয়ে বেশী সংখ্যক  ইউজার প্রবেশ করে। সার্চ  রেজাল্ট পেজ এর দ্বিতীয় বা পরের পেজগুলিতে যেসব ওয়েবসাইট অবস্থান নেয় সেখানে ভিজিটর প্রবেশের হার অতিশয় নগন্য।

এজন্য, আপনি একজন ব্লগার বা ওয়েবসাইট মালিক হলে আপনার সাইট গুগলে র‌্যাংক করানো খুবই গুরত্বপূর্ণ। কোন ব্লগ বা ওয়বসাইট বিনা পয়সার র‌্যাংক করানোকে অরগানিক পদ্ধতি বলে।

অরগানিক পদ্ধতি মানেই হলো এসইও কাজ সুঁচারু রুপে সম্পন্ন করা। আর এই কাজের মুল ভিত্তি হচ্ছে কিওয়ার্ড।

তাই, এই পোষ্টে,  কিওয়ার্ড কেন গুরত্বপূর্ণ – বিষয়টির উপর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব।

চলুন- শুরু করি।

কিওয়ার্ড কেন গুরত্বপূর্ণ

গল কোন ওয়েব পেজ র‌্যাংক করানোর পূর্বে সেই পেজ এর কনটেন্ট কেমন সেদিকে দৃষ্টি দেয়। সার্চ ইঞ্জিন তখন কনটেন্ট এর প্রতিটি শব্দের দিকে তাকায়। তাকিয়ে দেখার চেষ্টা করে কোন শব্দ একাধিকবার ব্যবহার হয়েছে কিনা।

যেমন ধরুন, আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স এর উপর একটি ব্লগ পোষ্ট লিখেছেন। সেখানে এই ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার লেখা আর্টিকেলে কতবার রয়েছে সেটা বিবেচ্য। এটি ছাড়া বাকি সকল শব্দের গুরত্ব একই রকম।

গুগল এর কাছে এই বিষয়ে কোন ক্লু থাকে না এই মর্মে যে আপনার ব্লগ পোষ্টের কনটেন্ট এর মাঝে কোন কোন শব্দ বা শব্দগুচ্ছ তুলনামুলক অধিক গুরত্ব রাখে।

বরং আপনি যে সকল শব্দ ব্যবহার করেছেন ব্লগ পোষ্টটি তৈরি করার জন্য সেগুলিই হলো গুগল এর জন্য ক্লু। যা গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনকে এই অর্থে বার্তা প্রদান করে যে, আপনার লেখা কনটেন্ট কোন টপিকস এর উপর বা কোন বিষয়ের উপর।

কিন্তু মুল শব্দ বা কিওয়ার্ড কেন গুরত্বপূর্ণ এ বিষয়ে গুগলকে এককভাবে দায়ী করা যাবে না। কারণ, আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে, আপনার অডিয়েন্স বা ইউজার কি চায়। কি তথ্য পাওয়ার জন্য সে গুগলে সার্চ করছে? আপনার লেখা কনটেন্টে তার প্রশ্নের যথাযথ উত্তর রয়েছে কিনা।

তিনি যে কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছে সে অনুযায়ী আপনার কনটেন্ট লিখা হয়েছে কিনা। অর্থাৎ আপনার ব্লগ পোষ্টটি পড়ে কোন ইউজার এর সার্চ ইনটেন্ট পুরা হচ্ছে কিনা – এই বিষয়টি সবচেয়ে গুরত্বপূর্ণ।

যেহেতু একজন ব্লগ সাইটের মালিক হিসাবে আপনার আকাংখা বেশী বেশী অডিয়েন্স আপনার সাইটে প্রবেশ করুক। এজন্য বিবেচ্য বিষয় থাকে, আপনার কনটেন্ট এর সাথে সংশ্লিষ্ট  শব্দ বা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করা হলে, গুগল আপনার পেজটিকে প্রদর্শন করছে কিনা।

এজন্য আপনার অডিয়েন্সের চাহিদার দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। সার্চ করার সময় তারা যে সব বিষয় সম্পর্কে জানতে চায় ঐ বিষয়ের উপর খুব সুন্দর সুন্দর কনটেন্ট লিখে পোষ্ট দিতে হবে। যাতে তারা আপনার সাইটের উপর আস্থা রাখতে পারে।

আপনার কনটেন্ট যদি ভাল না হয় এবং যদি সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করতে না পারেন, তাহলে গুগল আপনার কনটেন্ট র‌্যাংক করাবে না। আপনার সাইটে ভিজিটর আসবেনা।

কারণ, আপনার কনটেন্ট এর দ্বারা ভিজিটরের চাহিদা প্রতিফলিত হচ্ছেনা। অডিয়েন্স যে বিষয়ে জানার জন্য গুগলে অনুসন্ধান করছে তার সাথে আপনার কনটেন্ট মিলছে না।

কিন্তু, একই সাথে আপনি যদি সঠিক কিওয়ার্ড ব্যবহার করেন যার উপর ভিত্তি করে অডিয়েন্স তথ্য পেতে চাচ্ছে এবং কিওয়ার্ডের সাথে মিল রেখে খুব সুন্দর কনটেন্ট তৈরি করতে পারেন, তাহলে বলা যায় – এক সময়ে আপনার সাইটে প্রচুর ভিজিটর এর সমাগম হবে।

কাজেই, কিওয়ার্ড কেন গুরত্বপূর্ণ – আশা করি এর উত্তর কিছুটা হলেও পেয়ে গেছেন।

Leave a Comment