ইন্টারনেট মার্কেটিং কি – চলুন জেনে নেই!

ইন্টারনেট মার্কেটিং কি – বিষয়টি সম্পর্কে পরিস্কার একটি ধারণা পেতে চান? তাহলে, আপনি সঠিক জায়গায় রয়েছেন এবং দেখুন এটি আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি থেকে শুরু করে তার প্রচার প্রসারের কাজে কিভাবে আপনাকে সহয়তা করতে পারে।

ইন্টারনেট মার্কেটিং এর মার্কেটিং বলতে যা বুঝায় তা হলো এক কথায় আপনার টার্গেট অডিয়েন্সের নিকট সঠিক জায়গায় সঠিক সময়ে যোগাযোগ স্থাপন করা।

আপনি জেনে অবাক হবেন যে আজকাল ৪.৮ বিলিয়নেরও অধিক মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এজন্য, ইন্টারনেট মার্কেটিং এর সাহায্যে অতি সহজে এবং অনেক কম খরচে আপনার সম্ভাব্য কাস্টোমারের নিকট পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।

শুনতে অদ্ভুত শোনায়? তাহলে, চলুন সেই প্রশ্নে, ইন্টারনেট মার্কেটিং কি? এটি দ্বার আসলে কি বুঝায়?

এই পোষ্টে আমি এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। ইন্টারনেট মার্কেটিং কাকে বলে এবং এর সাথে খুটি-নাটি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি।

চলুন, কথা না বাড়িয়ে চলে যাই মুল আলোচনায়।

ইন্টারনেট মার্কেটিং কি?

ইন্টারনেট মার্কেটিং হচ্ছে মার্কেটিং কার্যক্রম ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সম্পন্ন করা। মার্কেটিং এর মুল বিষয়ই হলো কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কম্পানি তার পণ্য বা সেবা সম্পর্কে বার্তা টার্গেট অডিয়েন্স বা ভবিষ্যৎ কাস্টোমারের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা।

প্রথাগত বা ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে এই প্রচারণার কাজটি সমাধা করা হত বিলবোর্ড, পোষ্টার, টিভি বিজ্ঞাপন, লিফলেট ইত্যাদি চ্যানেলের সাহায্যে। অপরদিকে, ইন্টারনেট মার্কেটিং এর বেলায় একই কাজ বা প্রচারণা সম্ভাব্য কাস্টোমারের নিকট পৌঁছানো হয় যার মাধ্যম হল ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন ইত্যাদি।

এখানে উল্লেখ্য যে, প্রথাগত মার্কেটিং এর তুলনায় ইন্টারনেট মার্কেটিং পদ্ধতিতে এই টার্গেট অডিয়েন্সের নিকট পৌঁছানোর এই কাজটি তুলনামুলক অনেক সহজে এবং কম খরচে করা যায়। তাই দিন দিন এর জনপ্রীয়তা এবং ব্যবহারের মাত্রা বেড়েই চলছে।

যেমন, অনলাইন মার্কেটিং এ আপনি বিশেষ ধরণের কোন কনটেন্ট এর সাহায্যে আপনার পণ্য বা সেবার গুনাগুন কাস্টোমারের নিকট তুলে ধরতে পারেন। এরপর আপনার অডিয়েন্সের সাথে দ্বি-পাক্ষিক ভাবে আপনি মত বিনিময় করতে পারেন যা ট্রেডিশনাল মার্কেটিং এ সম্ভব নয়।

কিন্তু, প্রশ্ন হলো- অনলাইন তথ্য ভান্ডার বিভিন্ন ধরনের কনটেন্ট যেমন, ভিডিও, নিউস আর্টিকেল, ই-কমার্স সাইট ইত্যাদি দিয়ে এত বেশী পরিবেষ্টিত বা সম্পৃক্ত যে এই তথ্য সুমদ্রের মাঝে আপনি আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট সঠিক অডিয়েন্স কিভাবে খুঁজে পাবেন?

এর উত্তর হলো ইন্টারনেট মার্কেটিং। যে পদ্ধতির কৌশল আপনাকে সঠিক অডিয়েন্সের নিকট পৌঁছে দিতে পারে নির্ভুলভাবে।

তাহলে, ইন্টারনেট মার্কেটি কি – এ প্রসঙ্গে কিছুটা হলেও ধারণা চলে এল। তাইনা?

ইন্টারনেট মার্কেটিং প্রক্রিয়ায় আদর্শ কাস্টোমার খুঁজে পেতে যে সব ডিজিটাল চ্যানেল ব্যবহৃত হয় তার উদাহরণ হচ্ছ-ে

  • সোশ্যাল মিডিয়া
  • ওয়েবসাইট ও ব্লগ
  • সার্চ ইঞ্জিন
  • পডকাস্ট, ইত্যাদি।

তবে, ২০২২ সালের দিকে আজকে এবং এর পর থেকে ইন্টারনেট মার্কেটিং অনেকটা প্রতিযোগী হতে চলেছে। কারণ, সবাই এখন এই দিকে ঝুঁকছে। তবে, ডিজিটাল চ্যানেলে পেইড এডভার্টাইজমেন্ট -এ প্রতিযোগীতা কম। যেহেতু, এখানে পয়সা খরচের বিষয় জড়িত।

ইন্টারনেট মার্কেটিং কাকে বলে – ইন্টারনেট মার্কেটিং কি?

এবারে, এর সঙ্গার দিকে যাচ্ছি – সত্যিকার অর্থে ইন্টারনেট মার্কেটিং কাকে বলে?

এই ধরণের মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ওয়েব এডভার্টাইজমেন্ট নামেও পরিচিত। যে মার্কেটিং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কোন পণ্য বা সেবার প্রচারণার কাজে তার ভবিষ্যৎ সম্ভাব্য কাস্টোমারের নিকট উক্ত পণ্য বা সেবার গুনাগুন তুলে ধরে বার্তা সরবরাহ করে তাকেই ইন্টারনেট মার্কেটিং বলা হয়।

এই মার্কেটিং এর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন, ই-মেইল, ওয়েবসাইট এবং সোশাল মিডিয়ার মত ডিজিটাল চ্যানেল ব্যবহৃত হয়।

এর কৌশলগত কর্মকান্ডের উদাহারণ স্বরুপ বলা যায় – যেমন, ওয়েব ডিজাইন, এসইও, পিপিসি এবং আরোও অন্যান্য ইন্টারনেট সংশ্লিষ্ট বিষয়াদি।

ইন্টারনেট মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম আপনার টার্গেট অডিয়েন্সের মাঝে আপনার ব্র্যান্ড সম্পর্কে একটি ধারণা সৃষ্টি করা। এরপর, সবশেষ ধাপে তারা যেন কাস্টোমারে রুপান্তরিত হতে পারে তা নিশ্চিত করার জন্য যাবতীয় কর্মকান্ড অব্যাহত রাখা।

ইন্টারনেট মার্কেটিং কত প্রকার?

এই ধরণের মার্কেটিং এর প্রকারভেদ ডিজিটাল মার্কেটিং এর মতই। আমি অপর ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ নিয়ে পৃথক এক পোষ্টে বিষদ আলোচনা করেছি। লিংকে ক্লিক করে তা দেখে আসতে পারেন।

তবে, এর মধ্যে বহুল ব্যবহৃত ধরণ হলো পে পার ক্লিক বা পিপিসি। এটি এক ধরণের পেইড এডভার্টাইজমেন্ট যা মুলত: সার্চ ইঞ্জিনে প্রদর্শিত হতে দেখা যায়।

বন্ধুগন, ইন্টারনেট মার্কেটিং কি – বিষয়ের উপর বর্ণিত তথ্যসমূহ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ।

Leave a Comment